সাধারণত হার্টের কোনো বড় রক্তনালি ৭৫ শতাংশ ব্লক থাকলে এবং রোগীর অবস্থা ভালো হলেই শুধু রিং পরানো যেতে পারে। আবার রিং পরানোর পরও কিছু ওষুধ এক বছর খেতে হয় আর কিছু ওষুধ দীর্ঘদিন বা সারা জীবন খেতে হয়। তবে ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন। যেমন-নিয়মিত ব্যায়াম করা, ওজন কমানো, ধূমপান, তামাক, জর্দা ত্যাগ করা, চর্বিযুক্ত খাবার পরিহার করা এবং অ্যালকোহল পরিহার করা ইত্যাদি।
- Home
- Publications
E-Education
About
- FAQ
- Photo Gallery
- Contact